পিপস

২৬ সেপ, ২০১৫

পিপসের বিস্তৃত রূপ হল পারসেন্টেজ ইন পয়েন্ট (Percentage in Point)। ফরেক্স মার্কেটে কারেন্সি রেটের ক্ষুদ্রতম পরিবর্তনই হল পিপ। আরও সহজ করে বললে দশমিকের পর চতুর্থ সংখ্যার প্রতি এককের পরিবর্তনই হল পিপ। অর্থাৎ কোন কারেন্সি রেট যদি ১.২৫০০ থেকে পরিবর্তন হয়ে ১.২৫১০-এ যায় তাহলে খেয়াল করুন, ১.২৫০০-১.২৫১০ = ১০ পয়েন্টের একটি ব্যাবধান ঘটেছে আর এই ১০ পয়েন্টের পরিবর্তনের মানই হল ১০ পিপস।
উদাহরণ : EUR / USD বর্তমান পাইস 1.3550, কিছুক্ষণ পর তা হল 1.3555 তাহলে কি দাড়াল? = 1.3550 to 1.3555 = 5, মানে ৫ পয়েন্টস বা পিপস বৃদ্ধি পেল।
উদাহরণ :  GBP / CHF বর্তমান পাইস 1.5245 কিছুক্ষণ পর তা হল 1.5240 তাহলে কি দাড়াল? = 1.5245 to 1.5240 = 5, মানে ৫ পয়েন্টস বা পিপস কমে গেল।

পিপেটিঃ
====================================================
মাইক্রো লট ব্রোকারে ট্রেড করার সময় খেয়াল করবেন সেখানে কারন্সি রেটের ক্ষেত্রে দশমিকের পর ৫ সংখ্যা পাবেন, এক্ষেত্রে ৫ম সংখাটি হল পেপেটি। কনফিউসড হওয়ার কোন কারণ নেই। লট আলোচনায় তা পরিষ্কার বুজতে পারবেন।
যেমন১.২৫৫০১ থেকে যদি পরিবর্তন হয়ে ১.২৫৬০১ হয় তাহলে বুজতে হবে ১০০ পিপেটিস পরিবর্তন হয়েছে। অর্থাৎ ১০ পিপসের পরিবর্তন হয়েছে।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ

নাম

ইমেল *

বার্তা *