ফরেক্স মার্কেট

২৫ সেপ, ২০১৫

ফরেক্স মার্কেট সাধারণ কোন মার্কেটের মত এক দিনে তৈরি হয় নি। বরং একটি ধারাবাহিক যুগ-যুগান্তরে অনেকগুলো ইভেন্টের ফলাফল আজকের ই ফরেক্স মার্কেট। এটির সূচনা হয় ১৯৭১ সালের Bretton Woods চুক্তির পরিক্ষিপ্ততায় এবং পুরপুরি স্বতন্ত্রতা লাভ করে যখন ১৯৯৭ সালে অনলাইন ট্রেডিং ক্ষমতাসহ ব্যক্তিগত বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের জন্য মার্জিন ট্রেডিং সুবিধাসহ নানা রকম বহুমুখী সুবিধার ব্যবস্থা করা হয়। বর্তমানে ফরেক্স মার্কেট হল বিশ্বের সবচেয়ে তারল্য অর্থনৈতিক বাজার।

 ট্রেডগুলো কোথায় ঘটেঃ
=========================================================
অন্যান্য আর্থিক বাজার থেকে এই বাজার ভিন্ন, কারণ এই বাজারের কোন শারীরিক অবস্থান নেই। যেখানে সমস্ত লেনদেন ব্যাংক, বৃহৎ প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, ব্যবসায়ী ইত্যাদির মধ্যে টেলিযোগাযোগ (ফোন, অনলাইন প্ল্যাটফর্ম ইত্যাদি)-এর মাধ্যমে পরিচালিত হয়। এটিকে কাউন্টার বাজার (Over The Counter) বা OTC বলা হয়।

ফরেক্স মার্কেটের সুবিধাঃ
=========================================================
অন্যান্য আর্থিক বাজার থেকে এই বাজারের কিছু বহুমুখী সুবিধা আছে।
১। ফরেক্স মার্কেট পৃথিবীর সবচেয়ে বড় মুদ্রা বাজার, এই বাজারে মুদ্রার দাম বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে প্রতিনিয়ত নিজেই পরিবর্তন হয়। এই বাজারের মুদ্রার দামের উপর নির্ভর করে পৃথিবীর সব দেশের ব্যাংকসহ সকল আর্থিক প্রতিষ্ঠানের মুদ্রার দাম।
২। একক কারও প্রতিনিধিত্ব এই বাজারে কোন রূপ প্রতিফলন তৈরি করতে পারে না। স্বয়ং বিল গেটসের পুরো অর্থের সামর্থ্য নেই এই বাজারকে পরিবর্তন করার।
৩। দামের ঊর্ধ্বগতি বা নিম্নগতি উভয় গতিতে প্রফিট করা যায়।
৪। এখানে মধ্য কোন স্বত্বাধিকারী নেই, তাই আপনি সরাসরি কেনা-বেচা করতে পারবেন।
৫। এটি গ্লোবাল মার্কেট, তাই আপনি বিশ্বের যেকোন স্থান থেকে আপনার ট্রেড পরিচালনা করতে পারবেন।
৬। এটি একমাত্র বাজার যা সপ্তাহের সোম থেকে শুক্রুবার ২৪ ঘন্টায় খোলা থাকে চারটি ভিন্ন ভিন্ন সেশনে। ফলে যে কোন পেশার মানুষ তাদের সুবিধা মত দিনে কিংবা রাতে যে কোন সময়ে ট্রেড করতে পারে এবং শনি ও রবিবারেই মার্কেটের সকল লেনদেন বন্ধ থাকে বা ছুটি পালন করা হয়।
৭। এই মার্কেটে আপনি স্বাধীন ইনভেস্টর অর্থাৎ এই মার্কেটে সর্বনিম্ন কিংবা সর্বোচ্চ কোন ইনভেস্টমেন্ট বাধ্যবাদকতা নেই। ফলে আপনি আপনার সামর্থ্য মত যে কোন পরিমাণ ইনভেস্ট করে ট্রেড শুরু করতে পারেন।
৮। মূল ট্রেড শুরু করার পূর্বে আপনি ট্রেড করার জন্য প্রস্তুত কিনা সে প্রস্তুতিটাও আপনি সেরে নিতে পারবেন ডেমো ট্রেডের মাধ্যমে ভার্চুয়াল মানি দিয়ে।
৯। এই বাজারে আপনি আপনার সীমিত টাকা দিয়ে বিশাল পরিধিতে ট্রেড করার জন্য লিভারেজ সুবিধা পাবেন।
১০। এটি একটি স্পট ট্রেড বা কন্টিনিয়াস ফ্লো মার্কেট যেখানে আপনাকে কোন শেয়ার ক্রয় করে তা বিক্রির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। অর্থাৎ আপনি মুহূর্তের মধ্যে আপনার ট্রেড সম্পূর্ণ করতে পারবেন।
১১। আপনার সকল লেনদেন আপনার ব্যাক্তিগত একটি একাউন্টের মাধ্যমে পরিচালিত হবে যেখানে অন্য কারও এক্সেসের কোন সুযোগ নেই, তাই আপনি ১০০% সিকিউর।
১২। আপনি আপনার ডিপোজিট বা ইউথড্র যে কোন আন্তর্জাতিক বৈধ্য মাধ্যম ব্যবহার করে আপনি নিজেই করতে পারেন। কারও যদি আন্তর্জাতিক কোন মাধ্যম না থাকে সেই ক্ষেত্রে ব্রোকারদের প্রদত্ত বিভিন্ন অপশনের মাধ্যমেও সম্পূর্ণ করতে পারবেন।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ

নাম

ইমেল *

বার্তা *