Forex হল Foreign
Exchange-এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি আন্তর্জাতিক বিকেন্দ্রিত
মুদ্রা বাজার। এই মার্কেটে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে আয় করা যায়।
অর্থাৎ আপনি একটি দেশের মুদ্রার বিপরীতে আরেকটি দেশের মুদ্রা ক্রয় বা বিক্রয়ের
মাধ্যমে আয় করতে পারবেন। আপনি যখন একটি দেশের মুদ্রা দিয়ে আরেকটি দেশের মুদ্রা
ক্রয় করবেন সেই দেশের মুদ্রার দাম আপনার ক্রয়কৃত দামের ঊর্ধ্বগতিক পার্থক্যই হচ্ছে
আপনার লাভ। এই বাজারটি এত বড় যা নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ মার্কেটের চেয়ে কয়েক গুণ
বেশি ভলিয়ামে দৈনিক ট্রেড হয় যার দৈনিক টার্ন-অভারের
পরিমাণ প্রায় ৩.৫ ট্রিলিয়ন ইউ.এস. ডলারেরও বেশি। বর্তমানে
বিশ্বের ১৫-২০ ভাগ মানুষ ফরেক্সকে পেশা হিসেবে নিয়েছেন -
কেউ পার্টটাইম, কেউ বা ফুলটাইম পেশা হিসেবে। মূলত ফরেক্সও
একধরণের আউটসোরসিং বিজনেস যেখানে প্রফিট করতে হয় একটি ভাল এবং সুশিক্ষার মাধ্যমে।
না জেনে, না বুঝে এই মার্কেটে নেমে পড়া মানে হচ্ছে নিজের
পায়ে নিজে কুড়াল মারা।
আশা করি এতক্ষণে কিছুটা আন্দাজ পেয়ে গেছেন
যে প্রপার এডুকেশন ছাড়া আপনি এই মার্কেটে নিতান্তই একজন দর্শক। তাই প্লেয়ার, মানে ট্রেডার যদি হতে
চান তাহলে আগে ভালভাবে শিখে নিন তারপর শুরু করুন। ভয় দেখাছি কিংবা নেগেটিভ চিন্তা
করাছি না, কারণ অল্প শিখে নেমে পড়ে যখন কোন কিছু বোঝার
আগেই সব হারাবেন তখন হয়ত আপসোস ছাড়া আর কিছুই করার থাকবে না।

৯/২৫/২০১৫
Unknown
Posted in: 




0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন