ট্রেডিং-এর জন্য আপনার কি যোগ্যতা থাকা দরকার

২৫ সেপ, ২০১৫

যেহেতু ফরেক্স একটা ওপেন প্লাটফর্ম যেখানে বয়সের কিংবা শিক্ষাগত যোগ্যতার কোন মাপকাঠি  আপনাকে ক্রস করতে হবে না। এখানে যা দরকার তা হল আপনার যে কোন কাজের জন্য মিনিমাম স্টেবিলিটি অর্থাৎ আপনার একটা রেস্পন্সিবিলিটি বা একটা সফল নির্ভরতা। এই ক্ষেত্রে আপনার মানসিক কিংবা শিক্ষাগত বিষয়টা আপনি নিজেই পরিমাপ করবেন। তবে আমি যেটা প্রেফার করি তা হল যদি আপনি মিনিমাম 12 Class পর্যন্ত পড়াশুনা শেষ করে ফরেক্স শুরু করেন তাহলে আপনার মানসিক স্টেবিলিটিটা ঠিকমত কাজ করবে। লেখাপড়া বা বয়সের বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ আপনি যখন এই ব্যবসায় পা দিবেন কিংবা বুঝতে শুরু করবেন তখন যদি আপনার বয়সের মেচুরিটি না থাকে তাহলে আপনার দ্বারা যেকোন এক্সিডেন্ট (ট্রেডিং লস) হওয়া খুবই স্বাভাবিক আর যেহেতু এটা ফুল একটা এনালিটিকেল টার্মস ট্রেডিং তাই আপনার মিনিমাম বোধ ছাড়া আপনার দ্বারা ভাল কিছু করা সম্ভব না।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ

নাম

ইমেল *

বার্তা *