এক কথায় অর্থ, মুদ্রা বা কারেন্সি
ট্রেড করা হয়। মুদ্রা ক্রয় এবং অবাধে বিক্রয়ের
মার্কেট ফরেক্স। এখানে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে দেশের মুদ্রা ক্রয় করছেন
এবং যে পরিমাণ ক্রয় করছেন মুলত সেই দেশের অর্থনীতির কিছু শেয়ার ক্রয় করছেন। ধরুন
কোন দেশের অর্থনীতির উন্নতি হচ্ছে বলে আপনি তাদের কিছু শেয়ার ক্রয় করলেন এবং আপনি
তা বিক্রয় করে দিবেন যখন আপনার ক্রয়কৃত শেয়ারগুলোর দাম বৃদ্ধি পাবে। মূলত এটাই
আপনার কাজ হবে ফরেক্স মার্কেটে। আমরা জানি প্রত্যেক দেশের অর্থনৈতিক পরিকাঠামোর উপর ভিত্তি করে ঐ দেশের মুদ্রার মান প্রতিনিয়ত পরিবর্তন হয়। কখনও
ইউরো’র বিপরীতে ইউ.এস.ডি.
শক্তিশালী হচ্ছে, আবার কখনও ইউ.এস.ডি.’র বিপরীতে ইউরো শক্তিশালী হচ্ছে, এরকম সব
দেশের মুদ্রা একটি আরেকটির বিপরীতে শক্তিশালী এবং দুর্বল হয়।
অর্থাৎ পেয়ারের একটি মুদ্রার দাম বাড়লে
অপরটির দাম কমে। তাই দাম বাড়লেও আপনি প্রফিট করতে পারবেন আবার দাম কমলেও আপনি
প্রফিট করতে পারবেন, আর ফরেক্সের এই সুবিধাটিই হল অন্যান্য সব ব্যাবসা থেকে আলাদা যা ফরেক্সকে আরও বেশি
জনপ্রিয় করে তুলছে। অন্যান্য বাজারে আপনার ক্রয়কৃত পণ্যের দাম যদি কমে যায় তাহলে
আপনাকে অপেক্ষা করতে হয় দাম বাড়ার জন্য, বিষয়টি ঠিক আছে
যেখানে দাম কমলে আপনার আর লাভ করার সুযোগ থাকে না, অথবা
আপনাকে অপেক্ষা করতে হয় কখন দাম কমবে যখন আপনি কম দামে ক্রয় করে তা বেশি দামে
বিক্রি করবেন। ট্র্যাডিশনাল মার্কেটে ব্যবসায়ীরা অপেক্ষা
করে কখন দাম সর্বনিম্ন পড়বে যাতে করে তারা কম দামে কিনে বেশি দামে সেল করতে পারে
কিংবা দাম সর্বোচ্চ বাড়ার পর অপেক্ষা করে দাম কমার। কিন্তু ফরেক্স মার্কেটে দাম সর্বোচ্চ
বা সর্বনিম্ন এই কনসেপ্টের কোন ভিত্তি নেই। কারণ মুদ্রার
অবস্থা অনুসারে তা সর্বনিম্ন কি পরিমাণ কমবে বা সর্বোচ্চ কি পরিমাণ বাড়বে এর কোন
পরিধি নেই। এই বাজারের মজার বিষয়টি হল দাম কমলেও আপনি প্রফিট করতে পারবেন এবং দাম
বাড়লেও পারবেন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন