কারেন্সি

২৬ সেপ, ২০১৫

ফরেক্সে আপনি যেসব শেয়ার / স্টক ক্রয় করছেন তা মুদ্রায় পূর্ণ নামে ডাকা হয় না, প্রত্যেকটি কারন্সিকে তিনটি রেফারেন্স কোড (ISO Code)-এর মাধ্যমে ডাকা হয়। এইক্ষেত্রে প্রথম দুটি কোড হল ঐ দেশের নামের সংক্ষিপ্ত রূপ এবং ৩য় কোডটি হল ঐ দেশের মুদ্রার / কারেন্সির প্রথম অক্ষর। যেমনঃ United (U) States (S) Dollar (D)  = USD. Great (G) Britain (B) Pound (P) = GBP
ফরেক্স মার্কেটে প্রত্যেকটি কারন্সি এককভাবে না থেকে জোড়ায় জোড়ায় থাকে তার কারণ একটির বিপরীতে আরেকটি এক্সচেঞ্জ করার জন্য।
জোড়ার প্রথম কারেন্সিকে Base কারেন্সি এবং দ্বিতীয় কারেন্সিকে Quote / Counter / Ref / Term কারেন্সি বলা হয়।
কারেন্সির ধরণের উপর ভিত্তি করে এগুলোকে দুটি গ্রুপে ভাগ করে হয়েছে-

Major কারেন্সিঃ
====================================================
Major কারেন্সি বলা হয় ঐ সকল কারেন্সি জোড়াকে যে সকল কারেন্সি জোড়ার সাথে USD কারেন্সিটি থাকবে এবং সবচেয়ে বেশি পরিমাণ ট্রেড হয় যে সকল কারেন্সিতে। মেজর কারেন্সি Base অথবা Quote যেকোন ভাবে থাকতে পারে। যেমনঃ
 EUR / USD
GBP / USD
USD / CHF
USD / JPY
AUD / USD
NZD / USD
USD / CAD
তবে ৩টি কারেন্সি আছে যেগুলোকে মেজর কমোডিটি (Major Commodity) কারেন্সিও বলা হয়, কারেন্সিগুলো হল-
১। USD / CAD
২। AUD / USD
৩। NZD / USD

ক্রস কারেন্সিঃ
====================================================
যে সকল কারেন্সি পেয়ারের সাথে USD কারেন্সিটি থাকবে না সে সকল কারেন্সি পেয়ারকে ক্রস কারন্সি বলা হয় এবং এ কারেন্সিগুলোতে ট্রেডের পরিমাণও মেজর কারেন্সির তুলনায় কিছুটা কম। যেমনঃ
 EUR / GBP
AUD / CAD
CHF / JPY
GBP / CHF
AUD / JPY
And Others

ডিরেক্ট কৌওট (Direct Quote):
====================================================
আপনি যে দেশের ট্রেডার সেই দেশের কারেন্সি হল আপনার জন্য লোকাল, হোম বা ডোমেস্টিক কারেন্সি। ডিরেক্ট কৌওটে বেস কারেন্সিই হল লোকাল বা ডমেস্টিক কারেন্সি। এক্ষেত্রে ১ ইউনিট ফরেন / ইন্টারন্যাশনাল কারেন্সি ক্রয়ের জন্য আপনার কত ইউনিট লোকাল কারেন্সি দরকার তাই বোঝায়। যেমন, একজন ইউ.এস. ট্রেডার যদি কানাডিয়ান ডলারের সাথে ট্রেড করে তাহলে পেয়ারটি হবে USD/CAD. তাহলে ১ ইউনিট কানাডিয়ান ডলারের জন্য ০.৮৫০৫ ইউ.এস. ডলারের প্রয়োজন।

 ডিরেক্ট কৌওট কারেন্সিঃ
====================================================
– USD / JPY
– USD / CAD
– USD / CHF

 ইন্ডিরেক্ট কৌওট (Indirect Quote):
====================================================
ইন্ডিরেক্ট কৌওট হল ১ ইউনিট লোকাল কারেন্সি ক্রয়ের জন্য কত ইউনিট ফরেন কারেন্সি দরকার। ইন্ডিরেক্ট কৌওটে ফরেন কারেন্সি হল বেস কারেন্সি। অর্থাৎ CAD / USD হল ইউ.এস. ট্রেডারের জন্য ইন্ডিরেক্ট কৌওট, তাহলে ১ ইউনিট ইউ.এস. ডলারের জন্য ১.১৫০০ ইউনিট কানাডিয়ান ডলার প্রয়োজন।

 ইনডিরেক্ট কৌওট কারেন্সিঃ
====================================================
– EUR / USD
– GBP / USD
– AUD / USD

কারেন্সি পেয়ারঃ
====================================================
একটু আগে বলেছি যে ফরেক্স মার্কেটে প্রত্যেকটি কারেন্সি জোড়ায় থাকে, আসুন বার পরিষ্কার হওয়া যাক, কেন?
আমাদের বাংলাদেশের শেয়ার মার্কেটের যেকোন শেয়ারের মূল্য টাকায় নির্ধারিত হয়, অর্থাৎ যেকোন দেশের শেয়ারের মূল্য সেদেশের মুদ্রার বিপরীতে নির্ধারিত হয় কিন্তু ফরেক্স মার্কেটে কোন শেয়ারের মূল্য সেদেশের মুদ্রার বিপরীত নির্ধারিত হয় না। ফরেক্স মার্কেটে এটা সম্ভব নয়। ফরেক্স মার্কেটে একটি মুদ্রার অনেকগুলো দেশভিত্তিক অনেক রকম হবে, যেমন 1 USD ক্রয় করতে হলে ভারতে বর্তমানে ৬০ টাকা লাগবে, ইউরো দিয়ে ক্রয় করলে প্রায় .৮০ ইউরো লাগবে অথবা ১.১৫ অস্ট্রেলিয়ান ডলার লাগবে। এখন তাহলে বলুন ডলারের মূল্য আসলে কোনটি? এই জন্য ফরেক্স মার্কেট কারেন্সি পেয়ারের মাধ্যমে ট্রেড হয়ে থাকে যাতে করে যে দেশের মানুষ সে দেশের মুদ্রার মূল্য শেয়ার পেতে পারে।
উদাহরণ সরুপঃ
যদি EUR / USD = 1.3035 থাকে তাহলে বুঝতে হবে, EUR ক্রয় করতে আপনার 1.3035 USD প্রয়োজন হবে।
যদি USD / JPY = 77.87  থাকে তাহলে বুজতে হবে, USD ক্রয় করতে  আপনার 77.87 JPY প্রয়োজন হবে।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ

নাম

ইমেল *

বার্তা *