মেটাট্রেডার

২৮ সেপ, ২০১৫

মেটাট্রেডার বা এমটি হল একটা ট্রেডিং প্ল্যাটফর্ম যা অনেক ব্রোকার ব্যাবহার করে থাকে। ট্রেডাররা এটা রিয়েল টাইমে কারেন্সি প্রাইস দেখতে, ট্রেড ওপেন অথবা নিয়ন্ত্র করতে, টেকনিক্যাল অথবা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে এবং ইউটিউবে ভিডিও দেখতে ব্যাবহার করে। ইউটিউবের কথাটা কিন্তু সত্য ছিল না। আসলে ব্রোকাররা এমটি ব্যাবহার করে কার তারা বেশী ভোক্তাদের কাছে পৌছাতে চায়।
ট্রেডিং প্ল্যাটফর্ম মেটাট্রেডার ব্রোকার এবং ট্রেডারদের মধ্যে ১০ বছর ধরে অত্যান্ত জনপ্রিয় হয়ে এসেছে। পৃথিবী জুড়ে ২০০-এর বেশি ব্রোকার কোম্পানি এবং ব্যাংক ইতিমধ্যে পছন্দ করেছে। এটি ব্রোকার এবং ট্রেডারদের আর্থিক মার্কেটের কাজের জন্য সকল প্রয়োজনীয় উপাদন নিয়ে গঠিত। মেটাট্রেডারের সিস্টেম সম্পর্কিত সকল নথিপত্রের ব্যাপক বিস্তৃতি আছে। কার্যত, পৃথিবীর বেশীর ভাগ অভিজ্ঞ এবং নতুন ট্রেডার ফরেক্স মার্কেটের কাজের জন্য ব্যাবহার করে মেটাট্রেডার ট্রেডিং প্ল্যাটফর্ম। এই টার্মিনাল বিবেচনা করা হয় সবচেয়ে সুবিধাজনক এবং কার্যকর প্রোগ্রাম হিসাবে।

মেটা ট্রেডারের প্রতিষ্ঠাতা
====================================================
মেটাকটস সফটওয়্যার কুপ হল একটা শীর্ষস্থানীয় কোম্পানি, আর্থিক মার্কেটের সফটওয়্যার উন্নয়নের বিশেষজ্ঞ। মেটাকটস সফটওয়্যার কুপ-এর প্রধান কার্যক্রম হল ফরেক্স, সিএফডি এবং ফিউচার মার্কেটের ব্রকারেজ সেবার জন্য ইনফরমেশন ট্রেডিং কমপ্লেক্সের উন্নয়ন এবং প্রতিষ্ঠা। এটি হল পৃথিবীর শীর্ষ গুনগত মান সম্পন্ন ইনফরমেশন-ট্রেডিং কমপ্লেক্সের প্রবর্তক। এটি ইনফরমেশন ট্রেডিং কমপ্লেক্স নির্মাণের জন্য সফটওয়্যার উন্নয়ন ক্ষেত্রের নতুন সফলতার ব্যবহার করছে। ফেইলসফট, অর্থনৈতিক দক্ষতা, উৎপাদন এবং উপযোগিতা অনেক প্রয়োজনীয় কোম্পানির পন্যের চাহিদার ক্ষেত্রে।

মেটাট্রেডার ট্রেডিং প্ল্যাটফর্মের সুবিধাসমূহ:
====================================================
ফরেক্সে লেনদেন করার সুযোগ এবং ফিউচার, সিএফডি, স্টক এবং অপশনে কাজ করার সুযোগ প্রদান করে-
৫ ধরনের অর্ডার;
লেনদেন কার্যক্রমে গোপনীয়তা প্রদান;
চার্টের সীমাহীন সংখ্যা;
২১টি টাইমফ্রেমার সমর্থনকারী;
প্রযুক্তিগত সূচক এবং রৈখিক উপকরনের ব্যাপক বিস্তৃত;
বিশেষজ্ঞ পরামর্শদাতা, ব্যবহারকারী সূচক এবং স্ক্রিপ্ট;
সিস্টেম এবং ট্রেডিং ঘটনার সংকেত;
সময়মত অত্যাধুনিক খবর পাওয়া যায়;
বহুভাষার ব্যবহারকারী ইন্টারফেসের;
১০ ইলেকট্রনিক মেইল সেবা;
১১ প্রিন্টিং চার্ট;
১২ ৪ স্কেল মুড;
১৩ ভাষা এমকিউএল৫

মেটাট্রেডার এবং ব্রোকার
====================================================
পৃথিবী জুড়ে ২০০ বেশি ব্রোকার কোম্পানি এবং ব্যাংক ইতিমধ্যে পছন্দ করেছে মেটাট্রেডার প্ল্যাটফর্ম। প্রতিবছর মেটাট্রেডারের জনপ্রিয়তা বেড়েই চলেছে, মেটাট্রেডার সার্বজনীন প্রোগ্রাম পন্য, আর্থিক মার্কেটের বেশীর ভাগ অংশ জুড়ে বিস্তৃত এবং ব্যাবহারকারীদের অভিজ্ঞতা, পেশগত স্তর এবং এলাকা ইহা ব্যাবহারের ক্ষেত্রে কোন বিষয় না।
ফরেক্স মার্কেটের নেতৃত্ব স্থানীয় ব্যাক্তিরা এখনকার ট্রেডিং পদ্ধতি ব্যাবহার করছে। পাশাপাশি, প্রাতিষ্ঠানিক ব্রোকাররা, তাদের রক্ষনশীলতাবাদ দ্বারা অন্যান্যদের থেকে ভিন্ন, মেটাট্রেডার ব্যাবহার করছে, ইহা উচ্চ গুনগমান এবং নিরাপদ পন্যের বহিঃপ্রকাশ।
সাম্প্রতি, বেশ কিছু সংখ্যক ব্রকারেজ কোম্পানি রাশিয়ায় গড়ে উঠেছে, যা নতুন ট্রেডিং প্ল্যাটফর্ম মেটাট্রেডার ব্যাবহার করছে।

মেটাট্রেডার ৪ এবং ৫ এর মধ্যে মুল পার্থক্য
====================================================
মেটাট্রেডারের দুটি ভার্সন, যথা- মেটাট্রেডার মেটাট্রেডার মেটাট্রেডার ভার্সন ৪ এবং ৫ দুটিই ট্রেডের ক্ষেত্রে জনপ্রিয়, তবে ট্রেডার অভিরুচি এবং সুবিধা অসুবিধার বিচার বিবেচনায় দুটি ভার্সনের মধ্যে কিছু পার্থক্য আছে, যেমনঃ
MT4 ট্রেডারে ৯টি টাইম ফ্রেমে চার্ট দেখা যায়, যেখানে MT5 ভার্সনে ২১ টি টাইমফ্রেমে চার্ট দেখা যায়।
ফান্ডামেন্টাল এনালাইসিসের জন্য MT4 প্ল্যাটফর্মে ক্যালেন্ডার থাকে না, কিন্তু MT5 প্ল্যাটফর্মে ডিফল্ট ক্যালেন্ডার ইন্ট্রিগেট করা আছে।
MT4 প্ল্যাটফর্মে ইন্ডিকেটর ৩০ এর মত, MT5 প্ল্যাটফর্মে আরো বেসি ৩৮+
MT4 প্ল্যাটফর্মে অর্ডার মেইক-এর তুলনায় MT5-এ বেশি অর্ডার মেইক করা যায়, যারা অনেক বেশি ট্রেড অর্ডার নিয়ে কাজ করেন তাদের জন্য ভাল
MT4 ট্রেডারের চেয়ে MT5 ট্রেডারে  Strategy Tester আর উন্নত।
মেটাট্রেডার ৪ ভার্সনে সব ধরনের ট্রেডিং মেথডে ট্রেড করা যায় যেখানে MT5 প্ল্যাটফর্মে অনেক মেথড সাপোর্ট করে না।
আরো কিছু ছোটখাট সুবিধা অসুবিধা আছে দুটি ভার্সনের মধ্য, তবে উপরে উল্লেখিত পয়েন্টসগুলো বেশি আলোচিত ।

একাউন্ট খোলা
====================================================
মাত্র ২ ধাপে অ্যাকাউন্ট খুলুন-

১ম ধাপঃ
====================================================
ক) এমটি ৪ ডাউনলোড করে ইন্সটল করুন।
খ) একটি পোপ-আপ আসবে, তাতে যেসব তথ্য চাওয়া হয়েছে সেগুলো পূরণ করে Next-এ ক্লিক করুন।

২য় ধাপঃ
====================================================
ক) লগইন ইনফরমেশন সেভ করে রাখুন।
খ) এমটি ৪ দিয়ে আপনি কয়েকটা অ্যাকাউন্ট ব্যাবহার করতে পারবেন আর এজন্য আপনাকে এমটি ৪ ক্লোজ করতে হবে না। অনুগ্রহ করে আগে দেখে নেবেন যে কোন অ্যাকাউন্টে আপনি ট্রেড ওপেন করতে যাচ্ছেন।

কিভাবে অর্ডার সেট করতে হয়
====================================================
এমটি ৪ অ্যাকাউন্ট যখন সেটআপ করে ফেলেছেন, এখন সেটা ব্যাবহার করা শেখা প্রয়োজন প্রথমবার এমটি ৪ দেখলে মাথা ঘুরে যেতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু ভয় পাবেন না, এটা কামড় দেবে না
তিনভাবে ট্রেড অর্ডার দিতে পারেনঃ
১। নিউ অর্ডার বাটনে ক্লিক করে।
২। যেকোন পেয়ারে ডাবল ক্লিক অথবা রাইট মাউস বাটনে ক্লিক করে।
৩। চার্টে যেকোনো যায়গায় রাইট মাউস বাটনে ক্লিক করে
তারপর নতুন একটা উইন্ডো আসবে। সেটা দেখুন-
১। Symbol - এখানে ড্রপডাউন লিস্ট থেকে কারেন্সি পেয়ার বাছাই করে নিতে পারবেন।
২। Volume - এখানে আপনার ট্রেডের সাইজ কত হবে সেটা নির্ধারণ করে নিতে পারবেন।
৩। Stop Loss & Take Profit - স্টপ লস এবং টেক প্রফিটের জন্য।
৪। Comment - যদি ট্রেড সম্পর্কে কোন নোট লিখে রাখতে চান তাহলে সেটা এখানে করতে পারেন।
৫। Type - এখান থেকে বিভিন্ন ধরনের অর্ডার বেছে নিতে পারবেন।
৬। Buy/Sell by Market - একটা বাটন বাই আর অন্যটা সেলের জন্য।

পেন্ডিং অর্ডারের মাধ্যমে ট্রেড দেয়াঃ
====================================================
অর্ডার উইন্ডোটি ওপেন করুন। Type- যে ড্রপডাউন লিস্ট আছে সেটাতে ক্লিক করুন। পরবর্তীতে “Pending Order” সিলেক্ট করুন। চারটি অপশন দেখতে পাবেন-
১। অর্ডার টাইপ সিলেক্ট করুন
  ) Buy Limit - বর্তমান প্রাইসের নিচের কোন লেভেলে বাই করতে চাইলে এটা সিলেক্ট করতে হবে।
  ) Sell Limit - বর্তমান প্রাইসের উপরের কোন লেভেলে সেল করতে চাইলে এটা সিলেক্ট করতে হবে।
  ) Buy Stop - বর্তমান প্রাইসের উপরের কোন লেভেলে বাই করতে চাইলে এটা সিলেক্ট করতে হবে।
  ) Sell Stop - বর্তমান প্রাইসের নিচের কোন লেভেলে সেল করতে চাইলে এটা সিলেক্ট করতে হবে।
২। কোন ধরনের অর্ডার দিতে চান সেটা সিলেক্ট করার পরে প্রাইস বসাতে হবে।
৩। তারপর ভলিউম, স্টপ লস, টেক প্রফিট ইত্যাদি বসাতে হবে।
৪। সবকিছু ঠিকঠাকভাবে বসানোর পর “Place” বাটনে ক্লিক করলে একটা কনফার্মেশন পাবেন যে ট্রেড অর্ডার নেওয়া হয়েছে।

ট্রেড মডিফাই করাঃ
====================================================
সাধারনত মেটাট্রেডারের নিচে “Terminal” নামে একটা উইন্ডো থাকে। যদি না পেয়ে থাকেন তাহলে “CTRL+T” অথবা “View” মেনু থেকে “Terminal” অপশনে ক্লিক করুন। সেখানে আপনি আপনার অর্ডার দেখতে পারবেন এবং সেগুলোকে মডিফাই করতে পারবেন। ট্রেডে স্টপ লস অথবা টেক প্রফিট যুক্ত/ডিফাই করতে-
১। রেড মডিফাই করতে চান তার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করুন এবং “Modify or Delete Order” অপশন সিলেক্ট করুন।
২। পরবর্তীতে স্টপ লস এবং টেক প্রফিটের ঘরে যে ভ্যালু বসাতে চান সেটা বসান। বসানোর পরে “Modify” বাটনে ক্লিক করুন।
৩। তারপর একটা কনফার্মেশন পাবেযে আপনার ট্রেডে পরিবর্তন আনা হয়েছে।
ট্রেড ক্লোজ করার জন্য-
১। Terminal থেকে যে ট্রেড ক্লোজ করতে চান সেটাতে রাইট মাউস বাটনে ক্লিক করুন এবং “Close Order” অপশনে ক্লিক করুন।
২। যদি ট্রেড ক্লোজ করতে চান তাহলে বাই / সেল অপশনের নিচের হলুদ বাটনে ক্লিক করুন।
। ট্রেড ক্লোজ করার পর আপনার লাভ / লস আপনার ব্যালেন্সের সাথে যুক্ত হয়ে যাবে।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ

নাম

ইমেল *

বার্তা *