ব্রোকার নির্বাচন

২৮ সেপ, ২০১৫

ট্রেড শুরু করতে একাউন্ট অপেন করার জন্য প্রয়োজন হয় একটি ব্রোকারের। ফরেক্স মার্কেটের অসংখ্য ব্রোকাররের মধ্য থেকে কোন ব্রোকারটি কেমন, কার সুবিধা কেমন, কিংবা কার কি অসুবিধা, কোন ব্রোকার লেনদেনের দিক দিয়ে কতটা স্বচ্ছ বা কোন ব্রোকারটি রেগুলেটেড ইত্যাদি নানা বিষয় জেনে শুনে ব্রোকার সিলেক্ট করতে হয়। আপনি নতুন কিংবা পুরাতন যেই ট্রেডার হোন না কেন, বিষয়টির উপর নির্ভর করছে আপনার ট্রেডিং স্বচ্ছতা। তাই এখন আমরা দেখব একটি ব্রোকারের কি কি সুবিধা এবং স্বচ্ছতা থাকলে তাকে রিয়েল ব্রোকার বলা যায়। কোন ব্রোকারকে রিয়েল প্রমাণিত করতে চাইলে সেই ব্রোকারের নিম্নোক্ত বিষয়গুলোর স্বচ্ছতা অনুধাবন একান্ত প্রয়োজন।

ব্রোকারটি রেগুলেটেড (Regulated):
================================================
ব্রোকার নির্বাচনে আপনার প্রথম প্রশ্নটি হল আপনি যে ব্রোকারটি সেলেক্ট করতে যাচ্ছেন তা ব্রোকার নিয়ন্ত্রক অর্গানেইজেশন বা অথোরিটি থেকে রেগুলেটেড কিনা। কারণ প্রত্যেকটি রেগুলেটেড ব্রোকারকে তার ফাইনেনশিয়াল রিপোর্ট সাবমিট করতে হয় রেগুলেটরি অথোরিটির কাছে। আর যখন কোন ব্রোকার তা সাবমিট করতে অপারগ হয় বা সাবমিট করে না তখন রেগুলেটরি অথোরিটি ঐ ব্রোকার চার্জ করে বা তার মেম্বারশীপ বাতিল করে। দেশ ভিত্তিক ব্রোকার রেগুলেটরি অথোরিটি ভিন্ন হতে পারে। যেমনঃ আমেরিকান (US based) ব্রোকার হলে তাকে লোকাল অথোরিটি NFA (National Futures Association) এবং CFTC (Commodity futures Trading Commission) কর্তৃক অথোরাইজড হতে হবে। আবার সুয়িস বেসড (Swiss Based) ব্রোকার হলে তাকে অবশ্যই FDF (Federal Department of Finance) এবং UK based ব্রোকার হলে তাকে FSA কর্তৃক অথোরাইজড হতে হবে। তাই আপনি যে ব্রোকারকে সিলেক্ট করছেন তার এই স্বচ্ছতাগুলো দেখে নিশ্চিত হতে পারেন।

ট্রেডিং কন্ডিশন (Trading Conditions):
================================================
আপনি দ্বিতীয় যে বিষয়গুলো দেখবেন তা হল ঐ ব্রোকারের ট্রেডিং সুবিধাগুলো। যেসব বিষয় আপনি দেখবেন সেগুলো হলঃ

ক) Spread:
================================================
অবশ্যই দেখবেন কারেন্সি পেয়ারে অন্যদের তুলনায় স্প্রেড কত কম, স্প্রেড যত কম হবে আপনার ট্রেডিং ক্যাপাবিলিটি তত ভাল হবে।

খ) Platform Execution:
================================================
আপনি দেখবেন ঐ ব্রোকারের ট্রেডিং এক্সিকিউশন কত ফাস্ট। অর্থাৎ আপনি যখন কোন অর্ডার মেইক করেন তখন কত দ্রুত আপনার অর্ডারটি মেইক হচ্ছে।

গ) Fractional Trading:
================================================
আপনি যদি মিনি লট বা মাইক্রো লট ট্রেডিং ট্রেডার হোন তাহলে দেখতে হবে ঐ ব্রোকারের Fractional Trading সুবিধাটা আছে কিনা। কারণ সব ব্রোকার মাইক্রো লট বা Fractional Trading সাপোর্ট করে না।

ঘ) Safety of Funds:
================================================
আপনাকে আরও নিশ্চিত হতে হবে আপনার ইনভেস্টিং এমাউন্টটি কত সেইফ বা নিরাপদ। ব্রোকাররা তাদের একটি Segregated Account সুবিধার মাধ্যমে তা নিশ্চিত করে।

ঙ) Trading Platform:
================================================
সহজভাবে ব্যবহার সুবিধা দেখবেন, এটি সব ব্রোকারের ক্ষেত্রে ডিফল্ট হয়ে থাকে তাই চিন্তার তেমন কোন কারণ নেই।

চ) Minimum Investment:
================================================
এই বিষয়টিও খুব গুরুত্তপূর্ণ অর্থাৎ ঐ ব্রোকার সর্বনিম্ন কত এমাউন্ট ডিপোজিটে ট্রেডিং সুবিধা প্রদান করছে।

ছ) Margin (Leverage):
================================================
এই ক্ষেত্রে বিবেচ্য বিষয় হল আপনার চাহিদা অনুসারে ব্রোকার ঐ পরিমাণ মার্জিন সুবিধা দিচ্ছে কিনা তবে মোটামুটি এখন প্রায় ব্রোকার ১-৬০০ লিভারেজ দিচ্ছে।

জ) One Click Dealing:
================================================
যদি আপনার ট্রেডিং স্টাইল হয় খুব স্বল্প সময়ের এবং আপনি যদি দ্রুততার সাথে মার্কেটে প্রবেশ করতে চান, এই অপশনটি আপনার জন্য।

ঝ) Advanced type of orders:
================================================
কখনও আপনি আপনার ট্রেডিং স্ট্রেটিজিতে দুটি অর্ডার করতে পারেন শর্ত হল একটি যেকোন অর্ডার এক্সিকিউট হলে অপর অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে কেনসেল (OCO) হয়ে যাবে। তাই আপনার ট্রেডিং স্ট্রেটিজি অনুসারে ব্রোকারের এই সুবিধাটিও দেখতে পারেন। এছাড়া GTC (Good till Canceled), GFD (Good for the Day) নামক কিছু অর্ডার সুবিধা ব্রোকাররা দিয়ে থাকে।

ঞ) Support for Handheld, Mobile and other device:
================================================
এই সুবিধাটি না উল্লেখ করলেও আপনি অনুভব করতে পারতেন, আপনার পকেট ডিভাইস সাপোর্ট প্লাটফর্ম হলে কতখানি সুবিধা তা আশা করছি আর বিস্তারিত বলেতে হবে না।

ট) Trade Directly from the chart:
================================================
অনেক ট্রেডার আছে যারা সরাসরি চার্ট থেকে ট্রেড করতে চায়। তাই চার্ট থেকে ট্রেডিং কৌওট পেনেল সুবিধাটিও আপনার প্রয়োজন হতে পারে।

ঠ) Trailing Stop:
================================================
এটি ফরেক্স মার্কেটের খুবই সুন্দর একটি সুবিধা যা ব্যবহারের মাধ্যমে মার্কেট আপনার অনুকুলে, আপনি আপনার প্রফিটকে লক করার মাধ্যমে বাড়াতে পারেন।
এছাড়াও ট্রেড শুরু করলে আপনি আরও বিভিন্ন ধরণের সুবিধা অনুভব করবেন এবং ব্রোকার অভারভিউ পর্যবেক্ষণের মাধমে আপনি আপনার কাঙ্খিত ব্রোকারকে সিলেক্ট করে নিবেন।

অধ্যবসায় (Diligence):
================================================
আশা করছি ইতিমধ্যে আপনি ২-টি ব্রোকারকে প্রাথমিকভাবে সিলেক্ট করে ফেলেছেন এবং ট্রেড করার জন্য তাদেরকে ফাইনাল লিস্টে নিয়েছেন। আপনি সঠিক এবং স্বচ্ছ ব্রোকার সিলেক্ট করেছেন কিনা তা নিশ্চিত করতে বিভিন্ন রকম ফরেক্স ফরামে একটি পোস্ট দিন আপনার প্রশ্নের উত্তর চেয়ে, দেখবেন অনেক এক্সপার্ট ট্রেডার এবং অভিজ্ঞ যারা আছে তারা আপনার পোস্টের সঠিক রিপ্লাই দিবে, এতে করে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার সিদ্ধান্ত কতটুকু সঠিক ছিল।
এছাড়াও আপনি যেসব বিষয়গুলো নিশ্চিত হয়ে ব্রোকার সিলেক্ট করতে পারেন তা হল-

Customer Service:
================================================
এই বিষয়টি একজন ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঐ ব্রোকারটি কি কাস্টোমারের প্রতি সদয়? তারা কি কাস্টোমারকে প্রতিনিয়ত সাহায্য করতে ইচ্ছুক?

Slippage:
================================================
এটি এমন একটি বিষয় যা নির্দেশ করে যে, আপনার অর্ডার করা একচুয়েল ভেলুতে কি অর্ডারটি সম্পূর্ণ হয়েছে? এবং আপনার টেক প্রফিট এবং স্টপ লস মতাবেক অর্ডারটি সম্পূর্ণ হয়েছে কিনা ইত্যাদি

Manual Execution:
=================================================
কিছু ব্রোকার আছে যারা স্কেল্পিং বা অটোট্রেডিং পছন্দ করে না আর ঐসব ব্রোকারে যখন কোন ট্রেডার তা করতে যায় তখন ব্রোকার থেকে ম্যানুয়াল ট্রেডিং করতে ফোরস করা হয়। অর্থাৎ ঐ ব্রোকারে হিউম্যান ট্রেড ছাড়া অন্য কোন রোবটিক ট্রেড এক্সিকিউট করবে না।

Re-Quotes:
================================================
এটা ঘটে যখন আপনি বায় অথবা সেল বাটন ক্লিক করছেন কিন্তু ফ্লাটফর্ম বা মেটা ট্রেডার আপনার অর্ডারটি এক্সিকিউট করছে না।

Testing:
================================================
এবার ব্রোকার কনফার্ম করার পালা, অর্থাৎ এতক্ষণের আলোচনায় আপনি যে ব্রোকারকে আপনার ট্রেডিং-এর জন্য স্যুট মনে করছেন প্রথমে তাকে ডেমো একাউন্টের মাধ্যমে আপনার সবগুলো ট্রেডিং স্টাইল টেস্ট করুন এবং যদি সাটিসফেক্টরি রেসাল্ট পান তাহলে ঐ নির্দিষ্ট ব্রোকারকে ফাইনাল করুন।
উপরোক্ত বিষয়গুলো পর্যবেক্ষণের মাধ্যমে আপনি একটি পারফেক্ট ব্রোকার সিলেক্ট করে আপনার ট্রেডিং পরিচালনা করতে পারেন সাফল্যমণ্ডিতভাবে।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ

নাম

ইমেল *

বার্তা *