ফরেক্স মার্কেটের বেসিক টার্ম শেখা শেষে
এখন জানা দরকার যে কিভাবে আপনি বুঝবেন মার্কেট এখন আপে যাবে কিংবা ডাউনে যাবে, আন্দাজ বা ধারণা করেও
তো আর ট্রেড করা যাবে না। তাই যদি হত তাহলে এত শেখারই বা কি দরকার। অর্থাৎ আমি
বোঝাতে চাইছি আপনাকে কোন ট্রেড ওপেন করার আগে তার একটি
ভাল ইফেক্টিভ বিশ্লেষণ করে নিতে হবে যাতে আপনার অর্ডারটি
পজিটিভ হয়। আর ফরেক্স মার্কেটে আপনি যত ভাল ট্রেন্ড বিশ্লেষক হতে পারবেন ততই ভাল
প্রফিট করে নিতে পারবেন বা লসে পড়বেন না। আপনার প্রত্যেকটি অর্ডারের পেছনে একটি
ভাল গবেষণা থাকতে হবে। তখনই আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন। যা হোক আর কথা
বাড়াছি না। ফরেক্স মার্কেটে মুলত এনালাইসিসের জন্য অনেক পদ্ধতি আছে। আমরা একে একে
পদ্ধতিগুলো আলোচনা করব।
ফরক্সে ২ ধরণের এনালাইসিসের মাধ্যমে আপনি
ট্রেডিং শুরু করতে পারেন।
১।
ফান্ডামেন্টাল এনালাইসিস
২। টেকনিক্যাল এনালাইসিস
ফান্ডামেন্টাল এবং টেকনিকেল এনালাইসিসের
মধ্যকার পার্থক্যটা খুব সিম্পল। ফান্ডামেন্টাল এনালাইসিসে প্রাইস যদি কোন
নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটি ডিরেকশনে যায় তখন টেকনিকেল এনালাইসিস বলতে পারে ঐ
প্রাইসের ফাইনাল বা পরবর্তী মুভ কি হতে পারে। অনেকে প্রশ্ন করে যে কোন এনালাইসিসে
ট্রেড করব? বিষয়টিকে আলাদা না করে বরং দুটি মেথডকে একসাথে অর্থাৎ কম্বিনেশন করে
ট্রেড করুন তাহলে আপনার ট্রেড হবে অনেক শক্তিশালী।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন