চার্ট প্যাটার্ন

২৮ সেপ, ২০১৫

চার্ট প্যাটার্ন হল বিভিন্ন ধরণের চার্ট দেখে তার বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে ট্রেড করা। আরও সহজ করে বললে বলা যেতে পারে, আপনি বার, লাইন বা ক্যান্ডেলস্টিক যে চার্টই ব্যবহার করুন না কেন মার্কেটের ট্রেন্ড বা প্রাইস মুভমেন্টের উপর ভিত্তি করে মার্কেট চার্ট অনেক ধরণের আকৃতিতে (Shape) ধারণ করে এবং প্রতিটি সেইপ-এর একটি সম্ভাব্য অর্থ থাকে। ফরেক্স মার্কেটে চার্ট এনলিস্টরা এরকম কিছু স্ট্রেটিজি আবিস্কার করেছেন যাতে করে একজন ট্রেডার চার্টের আকৃতি বা বিভিন্ন চার্ট ট্রান্সফরমেশন সেইপ দেখে পরবর্তী মার্কেট মুভমেন্ট বা মার্কেট ট্রেন্ড বুঝে ট্রেড করতে পারে। এই পদ্ধতিকেই চার্ট প্যাটার্ন বলা হচ্ছে। বেসিক চার্ট প্যাটার্ন ২ ধরণের-
কন্টিনিউশন চার্ট প্যাটার্ন
রিভার্সেল চার্ট প্যাটার্ন

কন্টিনিউশন চার্ট প্যাটার্নঃ
====================================================
যে সকল প্যাটার্নে প্রাইসের ধারাবাহিক মুভমেন্ট থাকে অর্থাৎ বিপরীত না হয়ে একটি ধারাবাহিক পন্থা অবলম্বন করে সেই সব চার্ট প্যাটার্নকে কন্টিনিউশন চার্ট প্যাটার্ন বলা হয়। বিভিন্ন রকমের কন্টিনিউশন চার্ট প্যাটার্ন আছে, কিছু কমন কন্টিনিউশন চার্ট প্যাটার্ন হল-

) অ্যাসেন্ডিং ট্রাইএঙ্গেল (Ascending Triangle):
====================================================
এই প্রকার প্যাটার্ন সাদৃশ্য হয় যখন একটি রেসিসটেনস লেভেলে ত্রিকোণিক বিপরীত দুই বা ততোধিক Higher Lows-এর মাধ্যমে একত্রিভূত হয়, এটি টেকনিক্যাল এনালাইসিসের একটি বুলিশ চার্ট প্যাটার্ন। অ্যাসেন্ডিং ট্রাইএঙ্গেল প্যাটার্ন নির্ধারণে ট্রেন্ডলাইনে আঁকতে হয় মিনিমাম দুটি সমান হায়ার প্রাইস লেভেলের আনুভুমিক (হরাইজন্টাল) লাইনে এবং বিপরীত দুই বা ততোধিক লাওয়ার প্রাইস লেভেলের মাধ্যমে যা দেখতে একটি ত্রিকোনিক সেইপের মত হবে।

কিভাবে ট্রেড করবেনঃ
====================================================
অ্যাসেন্ডিং ট্রাইএঙ্গেল প্যাটার্নে ট্রেড করতে আপার হরাইজন্টাল ট্রেন্ড লাইনের ১০ পিপস উপরে বায় অর্ডার করতে পারেন।

) ডিসেন্ডিং ট্রাইএঙ্গেল (Descending Triangle):
====================================================
অ্যাসেন্ডিং ট্রাইএঙ্গেলের বিপরীত অর্থাৎ একটি সাপোর্ট লেভেলে ত্রিকোণিক বিপরীত দুই বা ততোধিক Lower Highs-এর মাধ্যমে একীভূত হয়। এটি একটি বেয়ারিশ চার্ট প্যাটার্ন। এই প্যাটার্ন লাইন আঁকতে হয় মিনিমাম দুটি সমান লাওয়ার প্রাইস লেভেলের আনভুমিক (হরাইজন্টাল) লাইনে এবং বিপরীত দুই বা ততোধিক হায়ার প্রাইস লেভেলের মাধ্যমে যা দেখতে একটি ত্রিকোনিক সেইপের মত হবে।

কিভাবে ট্রেড করবেনঃ
====================================================
ডিসেন্ডিং ট্রাইএঙ্গেল প্যাটার্নে ট্রেড করতে লাওয়ার হরাইজেন্টাল ট্রেন্ড লাইনের ১০ পিপস নিচে সেল অর্ডার করতে পারেন।

) সাইমেট্ট্রিকেল ট্রাইএঙ্গেল (Symmetrical Triangle):
====================================================
এই প্যাটার্নটি দেখা যায় দুটি সমকেন্দ্রিক পয়েন্টে অর্থাৎ যেখানে সাপোর্ট লাইন Ascending (ঊর্ধ্বমুখী) এবং রেসিসটেনস লাইন Descending (নিম্নমুখী) বা হরাইজন্টাল না হয়ে একটি ত্রিকোনিক আকৃতি ধারণ করে। এই প্যাটার্নটি খুবই সহজে নির্ধারণ করা যায়। এটি বুলিশ কিংবা বেয়ারিশ যেকোন প্যাটার্ন হতে পারে। অর্থাৎ এই ধরণের প্যাটার্নে বুলিশ কিংবা বেয়ারিশ যেকোন ব্রেক আউট হতে পারে। এটি খুব কমন এবং রিলাইয়াবল একটি প্যাটার্ন।

কিভাবে ট্রেড করবেনঃ
====================================================
এই ধরণের প্যাটার্নে স্পট ট্রেড ঝুঁকিপূর্ণ। যেহেতু মার্কেট একটি ইন্ডিসিশন অবস্থায় আছে তাই আপনি কোন স্পট ট্রেডের অর্ডার দিতে পারবেন না। এই অবস্থায় পেন্ডিং ট্রেডের মাধ্যমে আপনি ব্রেক আউট সুযোগটি নিতে পারেন। অর্থাৎ, আপার লাইনের কয়েক পিপস উপরে বায় স্টপ অর্ডার দিতে পারেন এবং লওয়ার লাইনের কয়েক পিপস নিচে সেল স্টপ অর্ডার দিতে পারেন।

) বুলিশ পেনান্ট প্যাটার্ন (Bullish Pennant):
====================================================
এই প্রকার প্যাটার্ন আপট্রেন্ড মার্কেটে দেখা যায়। ভারটিকেলি আপ রাইজ মার্কেটে এটি প্রাইস আরও বাড়ার ইঙ্গিত প্রদান করে। এটি এর নামের সাথে সাদৃশ্যপূর্ণ অর্থাৎ দেখতে একটি ফ্ল্যাগ (পতাকার) মত সেইপ হবে। এটি বুলিশ মার্কেটের খুব শক্তিশালী একটি প্যাটার্ন যা একটি লম্বা সিঁড়ির (Step) পর আরেকটি লম্বা সিঁড়ির সূচনা প্রকাশ করে। ভারটিকেলি আপ রাইজ মার্কেটে এই প্যাটার্নটি সাইমেট্রিকেল প্যাটার্নের মত আঁকতে পারেন। যা অনেক শক্তিশালী একটি প্যাটার্ন।

) বেয়ারিশ পেনান্ট প্যাটার্ন (Bearish Pennant):
====================================================
এটি একটি বেয়ারিশ কন্টিনিউশন প্যাটার্ন যা বর্তমান ডাউনট্রেন্ড মার্কেটকে আরও ডাউনে যাওয়ার ইঙ্গিত করে বা প্রাইস আরও কমবে। নামের সাথে সাদৃশ্যপূর্ণ অর্থাৎ একটি ফ্ল্যাগ (পতাকার) মত সেইপ হয় এই প্যাটার্নটির। এটি ভারটিকেল ডাউনট্রেন্ড মার্কেটে একটি হরাইজন্টাল পেনান্ট অর্থাৎ মার্কেটের একটি বড় ডাউনট্রেন্ড মুভমেন্টের পর আরও একটি বড় ডাউনট্রেন্ড মুভমেন্টের ইঙ্গিত প্রদানকারী এই প্যাটার্নকে বেয়ারিশ পানান্ট প্যাটার্ন বলা হয়। ভারটিকেল ডাউনট্রেন্ড মার্কেটে এই প্যাটার্নটি সাইমেট্রিকেল প্যাটার্নের মত আঁকতে পারেন।
আরেকটি কথা বুলিশ বা বেয়ারিশ পেনান্ট প্যাটার্নগুলো এভাবে দীর্ঘ একটা ট্রেন্ডের পর পেনান্ট সেইপের উপস্থিতিতে আরও দীর্ঘ একটা ট্রেন্ডে যাওয়ার মূল বিষয় হল, মার্কেট যখন কোন একটি ট্রেন্ডে কিছুদূর গিয়ে স্টপ হয়, প্রকৃতপক্ষে এটা আসলে স্টপ নয় এটা হল বিরতি (Pause) যার কিছুক্ষণ পরই আবার রিসিউম করে। তাই এই প্যাটার্নগুলোতে কন্টিনিউশন অর্ডার করা হয়।

কিভাবে ট্রেড করবেনঃ
====================================================
বুলিশ বা বেয়ারিশ যে প্যাটার্নে মার্কেটে ঢুকতে চান একটি এনালাইসিসের প্রয়োজন আছে। বুলিশ পেনান্টে যদি মার্কেটে ঢুকতে হলে পেনান্ট ড্র লাইনের কয়েক পিপস উপরে বায় অর্ডার করবেন এবং বেয়ারিশ পেনান্টে মার্কেটে ঢুকতে হলে পেনান্ট ড্র লাইনের কয়েক পিপস নিচে সেল অর্ডার করবেন। একটি কথা না বললেই নয় যে, ট্রেন্ড প্যাটার্নগুলো অনেক ইফেক্টিভ কাজ দেয় তবে শর্ত হল প্যাটার্নগুলোর বিহেবিয়ার বুঝে আগে ভালভাবে প্র্যাকটিস করে একটি পার্সোনাল অভিজ্ঞতা নিয়ে নিবেন তারপর লাইভ মার্কেটে ব্যবহার করবেন।

রিভার্সেল চার্ট প্যাটার্ন:
====================================================
যে সকল চার্ট প্যাটার্নে মার্কেট বিপরীত দিকে মোড় নেয় অর্থাৎ ট্রেন্ড চেঞ্জ করে সেসকল প্যাটার্নকে রিভার্সেল চার্ট প্যাটার্ন বলে। কয়েকটি কমন রিভার্সেল চার্ট প্যাটার্ন হল-

ডাবল টপঃ
====================================================
এটি ফরেক্স মার্কেটের বহুল জনপ্রিয় একটি প্যাটার্ন যা প্রায় সময় দেখা যায়। এটি খুব কমন এবং রিলায়েবল একটি ট্রেন্ড রিভার্স প্যাটার্ন যা খুব সহজে চিহ্নিত করা যায়। এই প্রকার প্যাটার্নটি ইংরেজি M সেইপের সাথে তুলনা করে ট্রেন্ড নিশ্চিত করতে পারা যায়। অর্থাৎ যখন আপট্রেন্ড মার্কেটে পাইস বাউনসিং-এর মাধ্যমে মুভ করে একটি রেসিসটেনস লেভেলকে আরেকটি সাপোর্ট (নেক) লেভেলের মাধ্যমে পুল ব্যাক করে দ্বিতীয়বার ওই রেসিসটেনস লেভেলকে সমানভাবে বা মোটামুটি সমানভাবে হিট করে তখন ডাবল টপ সেইপ তৈরি হয়।

কিভাবে ট্রেড করবেনঃ
====================================================
ডাবল টপ পিক করে পাইস যখন কমে গিয়ে নেক (Neckline) লেভেলকে ক্রস করে তখন সেল অর্ডার করতে পারেন। তবে খেয়াল রাখবেন নেক লেভেলকে ক্রস না করলে কিন্তু বটম বাউন্স করে উপরে উঠে যেতে পারে।

ডাবল বটমঃ
====================================================
এই প্যাটার্ন হল ডাবল টপ প্যাটার্নের বিপরীত একটি রিভার্সেল প্যাটার্ন। লম্বা বা বিস্তৃত ডাউন ট্রেন্ডে এটি সাদৃশ্য হয়। এটিকে ইংরেজি W সেইপের মত তুলনা করতে পারেন। যখন ডাউনট্রেন্ড মার্কেটে পাইস বাউনসিং-এর মাধ্যমে মুভ করে একটি সাপোর্ট লেভেলকে আরেকটি রেসিসটেনস (নেক) লেভেলের মাধ্যমে পুল ব্যাক করে দ্বিতীয়বার ওই সাপোর্ট লেভেলকে সমানভাবে বা মোটামুটি সমানভাবে হিট করে তখন ডাবল বটম সেইপ তৈরি হয়।

কিভাবে ট্রেড করবেনঃ
====================================================
ডাবল বটম পয়েন্ট টাচ করে পাইস যখন বেড়ে গিয়ে নেক (Neckline) লেভেলকে ক্রস করে তখন বায় অর্ডার করতে পারেন। তবে খেয়াল রাখবেন নেক লেভেলকে ক্রস না করলে বাউন্স করে আবার নিচে নেমে যেতে পারে।

ট্রিপল টপ (Triple Top):
====================================================
টপ মত পার্থক্য হল তৃতীয় বারের মত রেসিসটেনস লেভেলকে পিক করলে এই সেইপ তৈরি হয়। একইভাবে তৃতীয় বারের মত সাপোর্ট লেভেল টাচ করে ক্রস করলে সেল অর্ডার করতে পারেন। এই সকল প্যাটার্নে ট্রেড করতে পারলে ১০০ পিপসের বেশি প্রফিট বের করা যায়।

ট্রিপল বটম (Triple):
====================================================
ডাবল বটম প্যাটার্ন  বুঝতে পারলে এই প্যাটার্নে আর বিস্তারিত কিছু বলার নেই। আশা করি এতক্ষণে আপনি বুঝে গিয়েছেন। ডাবল বটম প্যাটার্নের আরেকটু বিস্তৃত অর্থাৎ পরপর তিনটি সমান বা কাছাকাছি সাপোর্ট লেভেল টাচ করে যখন রেসিসটেনস (Neckline) লেভেল ক্রস করবে তখনই প্যাটার্নে বায় অর্ডার করে বিশাল একটা প্রফিট নিতে পারেন।

হেড অ্যান্ড শোল্ডার টপ (Top Head & Shoulder):
====================================================
এটি একটি আপট্রেন্ড রিভার্সেল প্যাটার্ন। এই প্যাটার্ন নামটি ভালভাবে পড়লে এর ধরণ সম্পর্কে ৫০%-এর বেশি ধারণা চলে আসবে। কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাই। এই প্যাটার্নটি-
২টি শোল্ডার (shoulder)         – Second high peak
১টি হেড (Head)                   – First high peak
নেক লাইন (Support)             – Third high balance peak
দ্বারা গঠিত।
অর্থাৎ আপট্রেন্ড মার্কেটে যখন একটি সর্বোচ্চ হাই পিকের মাধ্যমে দুপাশে দুটি মিডিয়াম হাই পিকের সর্বনিম্ন পয়েন্টে (সাপোর্ট) নেক লাইন তৈরি করে তখন এই আকৃতিকে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলে। হিউম্যান বডির সাথে চিন্তা করে আরও সহজ করে নিতে পারেন অর্থাৎ মাথা হচ্ছে হাই পিক এবং দুটি কাঁধ হল মিডিয়াম বা সেকেন্ড হাই পিক এবং দুই কাঁধের সর্বনিম্ন পয়েন্ট হল নেক লাইন (সাপোর্ট)। আশা করছি প্যাটার্নটি আয়ত্ত করতে পেরেছেন। চার্ট প্যাটার্নের এই প্যাটার্নটিকে অনেক নির্ভরযোগ্য একটি প্যাটার্ন হিসেবে ট্রেডাররা ট্রেড করে থাকে কারণ এই প্যাটার্নটির Accuracy অনেক ভাল।

কিভাবে ট্রেড করবেনঃ
====================================================
অন্য সব প্যাটার্নের মত নেক লাইন ব্রেক করলে শর্ট অর্ডার অর্থাৎ টপ রিভার্সেল অর্ডার করবেন।

হেড অ্যান্ড শোল্ডার বটম রিভার্সেল (Bottom Head & Shoulder):
====================================================
হেড অ্যান্ড শোল্ডারের ঠিক বিপরীত এটি একটি বটম রিভার্সেল প্যাটার্ন। ডাউনট্রেন্ড মার্কেটে একটি হায়েস্ট লাওয়ার (Head)-এর দুপাশে দুটি সেকেন্ড হায়েস্ট লাওয়ার (Shoulders)-এর সর্বোচ্চ পয়েন্টে রেসিসটেনস বা নেক লাইন তৈরি করে তখন তাকে বটম হেড অ্যান্ড শোল্ডার বলে।

কিভাবে ট্রেড করবেনঃ
====================================================
নেক লাইন ব্রেক করলে লং অর্ডার অর্থাৎ বটম রিভার্সেল অর্ডার করবেন।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ

নাম

ইমেল *

বার্তা *