লট:
====================================================
ফরেক্স লট হল আপনার ট্রেডের সাইজ বা আপনার
কারেন্সির পরিমাণ যা দিয়ে আপনি বায় অথবা সেল করবেন। অর্থাৎ আপনি যখন ট্রেড আরম্ভ
করবেন তখন আপনার ট্রেড ওপেনে পিপস ভেলু যে হারে নির্ধারিত হবে তাই লট। ফরেক্স
ট্রেডের সুবিধা অনুযায়ী ৩ ধরণের লট নির্ধারণ করা হয়েছে।
১। স্ট্যান্ডার্ড একাউন্ট
১ লট = $১০ প্রতি পিপস
২। মিনি একাউন্ট
১ লট
= $১ প্রতি পিপস
৩। মাইক্রো একাউন্ট ১ লট = $০.১০ প্রতি পিপস
অর্থাৎ আপনি যদি স্ট্যান্ডার্ড লট সাইজে
ট্রেড করেন তাহলে প্রাইস যদি আপনার অনুকুলে ১০ পিপস যায় তাহলে আপনার লাভ হবে ১০ X $১০ = $১০০। অনুরূপে পাইস আপনার প্রতিকুলে ১০ পিপস গেলে আপনার লসও হবে $১০০।
মিনি লটে যদি ট্রেড করেন প্রাইস যদি আপনার
অনুকুলে ১০ পিপস যায় তাহলে আপনার লাভ হবে ১০ X $১ = $১০। অনুরূপে পাইস আপনার প্রতিকুলে ১০ পিপস গেলে আপনার লসও হবে $১০।
মাইক্রো লটে যদি ট্রেড করেন প্রাইস যদি
আপনার অনুকুলে ১০ পিপস যায় তাহলে আপনার লাভ হবে ১০ X $.১০ = $১। অনুরূপে পাইস আপনার প্রতিকুলে ১০ পিপস গেলে আপনার লসও হবে $১।
ব্রোকার
ভিত্তিক লট সাইজ এবং পিপস ভেলুঃ
====================================================
ফরেক্সে যেমন বড় ইনভেস্টর আছে তেমনি আছে
ক্ষুদে ইনভেস্টরও, সকল শ্রেণীর মানুষ তথা যার কাছে যে পরিমাণ মূলধন আছে ট্রেড করার জন্য
সে যাতে সে পরিমাণ মূলধন দিয়ে নিরাপদে ট্রেড করতে পারে সে জন্য ব্রোকাররা বিভিন্ন
রকম একাউন্ট টাইপের মাধ্যমে ট্রেডারের জন্য সে সুবিধা নিশ্চিত করেছে। ব্রোকারদের লট
সাইজ হিসেবে একাউন্টগুলো হল-
স্ট্যান্ডার্ড
লট ব্রোকারঃ
====================================================
১ স্ট্যান্ডার্ড লট = $১০ / পিপস
০.১ স্ট্যান্ডার্ড লট = $১ / পিপস
০.০১
স্ট্যান্ডার্ড লট = $০.১০ / পিপস
মিনি লট
ব্রোকারঃ
====================================================
১ মিনি লট = $১ /
পিপস
০.১ মিনি লট = $০.১০ / পিপস
০.০১
মিনি লট = $০.০১ / পিপস
মাইক্রো লট ব্রোকারঃ
====================================================
১ মাইক্রো লট = $০.১০ / পিপস
০.১ মাইক্রো লট = $০.০১ / পিপস
০.০১
মাইক্রো লট = $০.০০১ / পিপস
স্প্রেডঃ
====================================================
বিড এবং আস্ক রেটের মধ্যবর্তী পরিবর্তনই
হল স্প্রেড। এটি মুলত ব্রোকারের কমিশন বা চার্জ। বিভিন্ন কারেন্সি পেয়ার এবং
ব্রোকার ভেদে স্প্রেড কম বেশি হতে পারে। তবে কমন কারেন্সি এবং এভারেজ স্প্রেড
সাধারণত ২-৩ পিপসের মধ্যে থাকে।
খেয়াল করবেন আপনি যখন কোন একটা রেটে
অর্ডার মেইক করেন, দেখবেন সাথে সাথে ৩ (কারন্সি ভেদে কম বেশি) পিপস মাইনাসে থাকে।
উদাহরণ-
ধরি আপনি $১ পিপস ভেলু দিয়ে ১.৩৭৫৫-এ একটি বায়
অর্ডার করেছেন, এখন যদি এই ট্রেড থেকে আপনি $৫ লাভ করতে চান তাহলে আপনার অর্ডার রেট থেকে ৮ পিপস বেড়ে (৩ পিপস
স্প্রেড) ১.৩৭৬৩ তে আসতে হবে। এভাবেই আপনার ট্রেডগুলো সম্পূর্ণ হবে বিভিন্ন
কারন্সি ভেদে বিভিন্ন স্প্রেড রেটে।

৯/২৬/২০১৫
Unknown
Posted in: 




0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন